General Knowledge

Rate this post

 

ক্রমিক নং প্রশ্ন উত্তর 
01 ভারত ও চীনের সীমান্ত রেখার নাম ম্যাকমোহন লাইন
02 বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান
03 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ mv‡j
04 গ্রিনিচ কোথায় অবস্থিত লন্ডন
05 ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিট মহলের সংখ্যা কয়টি ১৬২ টি
06 ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি লালবাগ
07 কোনো ই-মেইলে CC এর অর্থ কি Carbon Copy
08 মো: জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন ১৯ তম
09 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে ১৯৯৯ সালে
10 কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি বাধনহারা
11 ফিফার কার্যালায় কোথায় অবস্থিত সুইজারল্যান্ড
12 GIS- এর অর্থ কি Geographical Information System
13 বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় ২৬ মার্চ ১৯৭১
14 পিথাগোরাসের জন্ম কোথায় গ্রীস
15 BARD- বলতে কি বুঝায় Bangladesh Academy for Rural Development
15    
  আজকের বিষয়: আয়তনে বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ  
01 আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া
02 আয়তনে ইউরোপের সবচেয়ে বৃহত্তম দেশ রাশিয়া
03 উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ কানাডা
04 এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ চীন
05 দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ ব্রাজিল
06 ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ অষ্ট্রেলিয়া
07 আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ আলজেরিয়া
08 আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেন ভারত
09 মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ সৌদিআরব
10 আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা
11 আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলীম দেশ কাজাখস্তান
12 জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলীম দেশ ইন্দোনেশিয়া
13 আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ মোনাকো
14 ইউরোপের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান
15 আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ সিচেলিস
16 দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম সুরিনাম
17 এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ
18 আয়তনে মুসলীম বিশ্বের ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ
19 উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ সেন্টকিটস এন্ড নেভিস
20 ওশেনিয়ার সবচেয়ে ছোট দেশ নাউরু
21 আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান
21 আয়তনে বৃহত্তম মহাদেশ এশিয়া
22 আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া
23 জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ এশিয়া
24 জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশ এন্টাকটিকা
25 পৃথিবীর জনশুন্য মহাদেশ এন্টাকটিকা
26 জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ চীন
  সংবিধান বাংলাদেশ  
27 বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর
28 সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
29 বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ড. কামাল হোসেন
30 সংবিধানে অনুচ্ছেদ আছে ১৫৩ টি
31 সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের byb¨Zg বয়স হতে হবে ২৫ বছর।
32 গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া হয় ১১ নং অনুচ্ছেদে
33 সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন হয় ৫২ নং অনুচ্ছেদ
34 সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তিত হয় দ্বাদশ
35 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে
36 জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষিত আছে ৩২ নং অনুচ্ছেদে
37 এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানের সংশোধন হয়েছে ‌১৬ টি
38 সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট
39 প্রশাসনিক ট্রাইবুনাল গঠনের উল্লেখ আছে ১১৭(১)অনুচ্ছেদে
40 রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমুহ হতে বিচার বিভাগের পৃথকীকরণের উল্লেখ আছে ২২ নং অনুচ্ছেদে
41 সংবিধান সংশোধনীর বিষয়টি উল্লেখ আছে ১৪২ নং অনুচ্ছেদে।
42 . জরুরি বিধিমালার বিষয়টি সংবিধানে আছে ১৪১(ক) অনুচ্ছেদে
43 নির্বাচন কমিশন প্রতিষ্টা হয়েছে ১১৮ নং অনুচ্ছেদে
44 . ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ বলা আছে ২৭ নং অনুচ্ছেদে।
45 ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বর্ণিত আছে ২৮(২) নং অনুচ্ছেদে।
46 . রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে ৮ নং অনুচ্ছেদে।
47 . ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ বলা আছে ৩ নং অনুচ্ছেদে।
48 . রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হয়েছে ২(ক) নং অনুচ্ছেদে।
49 . বাংলাদেশের সরকারি কর্মকমিশন গঠিত হয় –অনুযায়ী। ১৩৭ নং অনুচ্ছেদ
50 বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার – বিচারপতি মোঃ ইদ্রিস।
51 . নির্বাচন সম্পর্কে জাতীয় সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা উল্লেখ আছে ১২৪ নং অনুচ্ছেদে।
52 ভোটার তালিকার বিধান বর্ণিত আছে ১২১ নং অনুচ্ছেদে।
53 সুপ্রিম কোর্টের ডিভিশন দুটি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ
54 বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় ১৯৩৭ সালে
55 নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় ১ নভেম্বর ২০০৭
56 রাষ্ট্রের পক্ষে আইনের জটিলতা প্রশ্নে মতামত প্রকাশ করেন – এটর্নি জেনারেল।
  বাংলাদেশে প্রথম

 

 
01 অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম
02 প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ
03 রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান
04 প্রধান বিচারপতি এ এস এম সায়েম
05 এটর্নি জেনারেল এ এইচ খন্দকার
06 সংসদ নির্বাচন ৭ মার্চ ১৯৭৩
07 প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন ১৯৭৮
08 অস্থায়ী সরকার প্রতিষ্ঠা ১৭ এপ্রিল ১৯৭১
09 গণপরিষদর অধিবেশন ১০ এপ্রিল ১৯৭২
10 জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ উল্লাহ
13 বানিজ্য জাহাজ বাংলার দূত
14 রণতরী বি এন এস পদ্মা
15 পতাকা উত্তলন ২ মার্চ ১৯৭১
16 মুদ্রা চালু হয় ৪ মার্চ ১৯৭২
17 বিমান চালু হয় ৪ ফেব্রুয়ারি ১৯৭২
18 বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)
19 নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস
20 বাংলা ছায়াছবি মুখ ও মুখোশ (১৯৫৬)
21 বিমানবাহিনী প্রধান এ কে খন্দকার
22 নারী পাইলট কানিজ ফাতেমা রোকসানা
23 নারী ব্যারিস্টার মিসেস রাবেয়া ভূঁইয়া
24 নারী সচিব জাকিয়া আখতার
25 মুসলিম নারী ডাক্তার জোহরা বেগম কাজী
26 নারী রাষ্ট্রদূত তাহমিনা খান ডলি
27 নারী মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী
28 নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা
29 অভিনেত্রী পূর্ণিমা সেনগুপ্তা
30 টেবলয়েড পত্রিকা দৈনিক মানবজমিন
31 উপজাতীয় রাষ্ট্রদূত শরবিন্দু শেখর চাকমা
32 আদমশুমারি ১৯৭৪ সাল
33 ক্যডেট কলেজ ফৌজদার ক্যাডেট কলেজ
34 ওয়ানডে সিরিজ জয় জিম্ববুয়ের সাথে
35 রঙিন টেলিভিশন শুরু ১ ডিসেম্বর ১৯৮০
36 গণপরিষদের স্পিকার শাহ আবদুল হামিদ
37 প্রথম পানিশোধন প্রকল্প চাঁদনী ঘাট, ঢাকা
38 ডিজিটাল টেলিফোন চালু ৪ জানুয়ারি ১৯৮০
39 টেলিভিশনের কার্যক্রম শুরু ২৫ ডিসেম্বর ১৯৬৪
40 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পি জে হার্টস
41 বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এ এন হামিদুল্লাহ
42 হাইকোর্টের মুসলিম বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান
43 প্রথম এভারেস্ট বিজয়ী আবু মুসা
44 BWNRI এর পূর্ণরুপ কী? Bangladesh Wheat & Maize Research Institute
45 সরকারি নোট হিসেবে পাঁচ টাকার নোট প্রথমে বাজারে ছাড়া হয়? ৫ জুন ২০১৬
46 প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক কোন শ্রেনী পর্যন্ত? অষ্টম শ্রেনী।
47 বাংলাদেশের সেন্সর বোর্ডের নাম কী হবে? বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড
48 আর্থিক খাত সংস্কার কর্মসূচি আওতায় কোন সালের পরে থেকে ব্যাংকগুলো নিজেরা সুদের হার নির্ধারণ করতে পারে? ১৯৯৮
49 বাংলাদেসের ক্রিকেটার ,মোস্তাফিজের ফিজ নাম টি প্রথম ব্যবহার করেন কে? চন্দিকা হাথুরুসিংহে
50 কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ? দ্বিতীয়
51 আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ? সপ্তম
52 পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ? অষ্টম
53 মোট ফল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ? ২৮ তম
54 বাংলাদেশে মোট জন সংখ্যা কত? ১৫.৮৯ কোটি
55 জনসংখ্যা বৃদ্ধির হার কত? ১.৩৭%
56 সাক্ষরতার হার কত? ৬৩.৬%

 

57 বাংলাদেশে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায়?  কুয়াকাটা
58 সরকারি নোটে প্রথমে কি লেখা থাকে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
59 বর্তমানে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা? ৫৬টি
60 বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা? ৫৭টি
61 সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি? সীমান্ত ব্যাংক লিমিটেড
62 বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা? ৯৫ টি
63 অস্ট্রীয়ার নতুন প্রেসিডেন্ট কে? আলেকজান্ডার ভ্যান্ডার বেলেন
64 পেরুর নতুন প্রেসিডেন্ট কে? পেড্রো পাবলো কুজিনস্কি
65 জাতিসংঘের পুষ্টিবিষয়ক কার্যক্রম দশক? ২০১৬-২০২৫
66 বিশ্বের দ্বিতীয় রেলওয়ের সুডঙ্গ কোনটি? গোথার্ড বেস টানেল, সুইজারল্যান্ড
67 কোন পর্বতমালার মধ্য দিয়ে গোথার্ড বেস টানেল নির্মান করা হয়? আল্পস
68 ১²+২²+৩²………………………+৫০² কত? ৪২৯২৫
69 ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকার ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ৫৬.২৫%
70 এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো. অতঃপর বর্ধিত মূল্য
থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
৬.২৫% কমানো হয়েছে
71 একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? ৯ দিনে
72 শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো।
অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?
৬০ জন ছাত্র/ছাত্রী
73 পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত? ৪১ বছর
74 যদি (x-y)²=14 এবং xy=2 হয়,তবে x²+y² কত? 18
75 বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতেগুণ পাবে
76 একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে ত্রিভুজটির
ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
৩৬
77 ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর
হবে-
২২
78 ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে- 12
79 ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে,খ একা কাজটি পারবে- ৩০ দিনে
80 (√3.√5) 4 – এর মান কত? 225
81 ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমান টাকা আয় করবে- ৪ দিনে
82 টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ- ৫০%
83 একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১, দুধের পরিমান
যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত?
২লিটার
84 পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা,মাতা
ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর।পুত্রের বয়স-
১৮ বছর
85 ১৩ সে মি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে মি
দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
২৪সেমি
86 একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?- ১২৮ বঃ ফুঃ
87 x 2 -y 2 +2y-1 এর  উৎপাদক- x+y-1
88 যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে- একটি অমূলদ সংখ্যা
89 ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখার সংখ্যা- 4 wU
90 কোন সংখার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে, সংখাটি কত? ৩৬
91 লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে- ৬ ঘণ্টা
92 ১,৩,৬,১০,১৫,২১,……… ধারাতির ১০ম পদ- ৫৫
93 বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত- ২২/৭
94 x 2 -8x-8y+16+y 2 এর সংগে কত যোগ করলে যোগফল
একটি পূর্ণবর্গ হবে
2xy
95 √2/(√6+2) সমান √3-√2
96 a+1/a=√3 হলে a 2+1/a 2 এর মাণ 1
97 x+y=8,x-y=6 হলে ,x 2+y 2 এর মান- 50
98 দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭- ২৩এবং২৪
99 √২সংখ্যাটি কী সংখ্যা? একটি অমূলদ সংখ্যা
100 ১ মিটার কত ইঞ্চির সমান? ৩৯.৩৭ইঞ্চি
101 x²-11x+30 এবং x³-4x²-2x-15 এর গ,সা,গু কত? x²+x+3
102 1+2+3+4+ ………………….+99= কত? 4950
103 log2+log4+log8+…………………ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত? 65 log2
104 x+y=6 এবং xy=8 হলে (x+y)² এর মান কত? 4
105 ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে? ৪৫০ টাকা
106 যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
107 একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে
ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
১৬ মিটার
108 একটি আয়াতকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে,পরিসীম কত? ৯৬ মিটার
109 y=3x+2,y=3x+2 এবং y=2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে? একটি সমদ্বিবাহু ত্রিভুজ
110 x+1/x=√3 হলে x3+1/x3 এর মান কত? 0

 

 

     
111 উদ্ভিদ বিজ্ঞানের জনক – থিওফ্রাস্টাস।
112 উদ্ভিদের শ্রেণীবিন্যাসের জনক – ক্যারোলাস লিনিয়াস।
113 শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক – প্রজাতি।
114 সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ঠ বিহীন কোষকে বলে – আদিকোষ ।
115 সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ঠ কোষকে বলে – প্রকৃত কোষ।
116 জিব ও জড়ের সংযোগ রক্ষাকারী হিসাবে পরিচিত – ভাইরাস।
117 কোষ আবিস্কার করেন – রবার্ট হুক।
118 কোষে শক্তির আধার – মাইটোকন্ড্রিয়া ।
119 কোষের বহিস্থ জড় প্রাচীরকে বলে – কোষ প্রাচীর।
120 গাছের প্রাণ আছে প্রমাণ করেন – স্যার জগদীশ চন্দ্র বসু।
121 ছত্রাকের ক্লোরোফিল নেই
122 গাছের রং সবুজ হয় – ক্লোরোফিলের জন্য।
123 মিউকর, এগারিকাস, ব্যাঙের ছাতা, পেনিসিলিন হলো – ছত্রাক।
124 পেনিসিলিন একটি এন্টিবায়োটিক, যা তৈরী হয় – পেনিসিলিয়াম থেকে।
125  শৈবাল স্বভোজী, এদের কোষে নিউক্লিয়াস থাকে।
126 ব্যাকটেরিয়া আবিস্কার করেন – লিউয়েন হুক।
127 নরম কান্ড জাতীয় উদ্ভিককে বলে – বিরুৎ (যেমনঃ ধান, গম, সরিষা )
128 ফার্ণ হলো মূল, কান্ড ও পাতায় বিভক্ত অপুস্পক
উদ্ভিদ।
129 ফনিমনসা হলো ফার্ণ জাতীয় উদ্ভিদ।
130 ধানের পরাগায়ন ঘটে – বাতাসের সাহায্যে।
131 কচু শাকে পাওয়া যায় – লৌহ।
132 জলজ উদ্ভিদের কান্ড বাতাসে ভাসার কারন – কান্ডে বায়ু কুঠুরি থাকে।
133 এগারিকাস এর প্রচলিত নাম – মাশরুম।
134 বাতাসের নাইট্রোজেন পানিতে মিশে মাটিতে
শোষিত হওয়ার ফলে
মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
135 একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র থাকে – একটি ( যেমনঃ ধান, গম, নারিকেল, সুপারি, খেজুর, ভূট্টা ইত্যাদি)।
136 দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্র থাকে – দুইটি যেমনঃ  ছোলা, সীম, মটর, আম, জাম, কাঁঠাল, লিচু,ইত্যাদি ।
137 উদ্ভিদের মূল অংশ – পাঁচটি   মূল, কান্ড, পাতা,ফুল ও ফল ।
138 ফুলের মূল অংশ ৫ টি
139 ফলের মূল অংশ ৩ টি
140 সম্পুর্ণ ফুলের ৫ টি অংশই থাকে যেমনঃ জবা, ধুতরা ইত্যাদি
141 অসম্পুর্ণ ফুলের ৫ টি অংশ থাকে না যেমনঃ ঝিঙগা, লাউ, কুমড়া ইত্যাদি ।
142 সর্বাপেক্ষা বৃহত মুকুল – বাঁধা কপি
143 সবুজ উদ্ভিদের খাদ্য তৈরী হয় – পাতায়
144 উদ্ভিদের কোষের উপাদান যা রং প্রস্তুত করে – প্লাস্টিড
145 সবুজ প্লাস্টিড – ক্লোরোপ্লাস্ট ও বর্ণহীন
146 প্লাস্টিড – লিউকোপ্লাস্ট।
147 উদ্ভিদের বিভিন্ন রং বিভিন্ন হওয়ার কারন – ক্রোমোপ্লাস্ট।
148 কোন ফল সবুজ থেকে রঙিন হয় – ক্লোরোপ্লাস্ট উৎপাদন বন্ধ ও জ্যান্থফিলের প্রভাব পড়লে।
149 দিনের আলো উদ্ভিদের ফুল ধারনের উপর প্রভাব
বিস্তার করে যাকে বলে –
ফটোপিরিওডিজম।
150 ছোট দিন ও বড় রাতের উদ্ভিদ – সয়াবিন, আলু,আখ, শিম, তামাক, পাট ইত্যাদি।
151 বড় দিন ও ছোট রাতের উদ্ভিদ – ঝিঙগা, যব,পালং শাক ইত্যাদি
152 দেহ গঠনে সবচেয়ে বেশি প্রয়োজন – ভিটামিনের
153 প্রজননে সাহায্য করে – ভিটামিন ‘ই’
154 পেনিসিলিন একটি – এন্টিবায়োটিক
155 গাছের পাতা ঝরে যায় – প্রস্বেদন কমানোর জন্য।
156 হার ও দাত তৈরীতে প্রয়োজন – ভিটামিন ‘ডি’
157 সবুজ তরকারীতে বেশি থাকে – খনিজ পদার্থ ও ভিটামিন।
158 রাতকানা রোগ হয় – ভিটামিন ‘এ’ এর অভাবে।
159 কোষের অস্বাভাবিক বৃদ্ধি হলো – ক্যান্সার।
160 জীব কোষের ধারক ও বাহক – জীন।
161 পানিতে দ্রবনীয় ভিটামিন – ভিটামিন ‘সি’।
162 দুধ ও ডিমে পাওয়া যায় – ভিটামিন ‘ডি’।
163 চর্বিতে দ্রবনীয় ভিটামিন – ভিটামিন ‘এ’, ‘ডি’,‘ই’ ও কে।
164 কচু খেলে গলা চুলকায় যে কারনে – ক্যালসিয়াম অক্সালেট থাকে।
165 উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ শোষণ করে – মূলরোম দ্বারা।
166 গলগন্ড রোগ হয়- আয়োডিনের অভাবে।
167 শিম জাতীয় উদ্ভিদ বাতাস থেকে ব্যাকটেরিয়ার
সাহায্যে সংগ্রহ করে –
নাইট্রোজেন ।
168 গাছের বয়স নির্ণয় করা হয় – কান্ডের বলয় দেখে
169 উন্নত জাতের গম – আকবর, বরকত, আনন্দ,
সোনালিকা, সিংগাপুরী
170 উন্নত জাতের পেয়ারা – কাজি, স্বরূপকাঠি,কাঞ্চননগর
171 উন্নত জাতের টমেটো – মানিক, রতন, বাহার
172 উন্নত জাতের কলা – অমৃত সাগর, মেহের সাগর,সবরী, বলাকা
173 উন্নত জাতের তরমুজ – পদ্মা
174 উন্নত জাতের পেপে – শাহিন
175 গ্রীন হাউস সৃষ্ঠিকারী গ্যাস – কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরো কার্বন, নাইট্রাস অক্সাইড ।
176 ভিটামিন ডি এর প্রধান উৎস – মাছের যকৃতের তেল ।
177 আয়োডিনের প্রধান উৎস – সামুদ্রিক মাছ,পেঁয়াজ, রসুন
178 জীব দেহের গঠন ও কাজের একক – কোষ
179 হ্যাপ্লয়েড কোষ বলা হয় – জনন কোষকে
180 অবস্থান ও কাজ অনুযায়ী জীব কোষ প্রধানত ২ প্রকার – (১) দেহ কোষ ও

(২) জনন কোষ ।

181 একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ
নিয়ে গঠিত –
(১) কোষ প্রাচীর ও (২) প্রোটোপ্লাজম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *